Tecno Spark 10 Pro এর বাংলাদেশে দাম কত? Tecno Spark 10 Pro রিভিউ। What is the price of Tecno Spark 10 Pro in Bangladesh?
Tecno Spark 10 Pro এর বাংলাদেশে দাম কত?- আজকে আমি আপনাদের সাথে Tecno ব্র্যান্ডের মোবাইল নিয়ে কথা বলবো । বর্তমানে Tecno বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমি এখন শেয়ার করব Tecno ব্র্যান্ড এর নতুন একটি মডেল নিয়ে। এই মডেলটি হলো Tecno Spark 10 Pro । Tecno Spark 10 Pro এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।
![]() |
| Tecno Spark 10 Pro |
ফোনটিতে থাকেছে ২টি ক্যমেরা। ফোনটি ওজন করা হয়েছে মাত্র ২০৮ গ্ৰাম। ফোনটিতে ২টি নেনো সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি ১টি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
ফোনটিতে 2G,3G,4G VOLTE ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফোনটির USB হিসেবে থাকছে Type-C। মার্কেটে ফোনটির ২টি কালার পেয়ে যাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে থাকছে 1080×2460 পিক্সেল (Pixel) এর একটি ডিসপ্লে। ফোনটির সফপ্টার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৩(Android 13)। ফোনটির ক্যমেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ক্যমেরা হিসেবে থাকছে Triple 50 Megapixel এর ক্যমেরা। ফোনটির ব্যাটরি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটরি। ফোনটির ২টি ভার্সন রয়েছে ৪ জিবি র্যাম ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম ১২৮ জিবি রম (4GB+128GB) and (8GB+128GB)।
প্রাইস:
ফোনটি ২টি ভার্সন রয়েছে (4GB+128GB) ১৫,৬৯০ টাকা এবং (8GB+128GB) ১৭,৯৯০টাকা হতে পারে।
স্টোরেজ:
4/8GB র্যাম 128/128GB রম।
ডিসপ্লে:
ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 Inch IPS LCD "FHD+ 1080×2460 Pixels 90Hz refresh rate 407 ppi এর ডিসপ্লে।
ক্যমেরা:
ক্যমেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ক্যমেরা হিসেবে থাকছে Back Camera Triple 50 MP+2MP+Ai। Front Camera 32MP Megapixel
ব্যাটারি:
ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে Li-Pro (Lithium Polymer) 5000 mAh ও 18W দ্রুত চার্জিং।
প্রসেসর:
ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে Media Tek Helio G88 (12nm)
চিপসেট:
ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়া টেক হেলিও জি৮৮ (Media Tek Helio G88)।
