Realme C55 এর বাংলাদেশে দাম কত? Realme C55 রিভিউ। What is the price of Realme C55 in Bangladesh?
Realme C55 এর বাংলাদেশে দাম কত?- আজকে আমি আপনাদের সাথে Realme ব্র্যান্ডের মোবাইল নিয়ে কথা বলবো । বর্তমানে Realme বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমি এখন শেয়ার করব Realme ব্র্যান্ড এর নতুন একটি মডেল নিয়ে। এই মডেলটি হলো Realme C55 । Realme C55 এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।
![]() |
| Realme C55 |
ফোনটিতে থাকেছে ২টি ক্যমেরা। ফোনটি ওজন করা হয়েছে মাত্র ১৮৯ গ্ৰাম। ফোনটিতে ২টি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি ১টি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছে। মার্কেটে ফোনটির ২টি কালার পেয়ে যাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে থাকছে 1000×2400 পিক্সেল (Pixel) এর একটি ডিসপ্লে। ফোনটির সফপ্টার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৩, রিলমে ইউ আই ৪.০ (Android 13, Realme UI 4.0)। ফোনটির ক্যমেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ক্যমেরা হিসেবে থাকছে ৬৪এমপি ১০৮০পি (64MP 1080p) এর ক্যমেরা। ফোনটির ব্যাটরি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটরি। ফোনটি রিলিজ হয়েছে ৮ মার্চ ২০২৩ তারিখে। ফোনটির ২টি ভার্সন রয়েছে ৬জিবি র্যাম ১২৮ জিবি রম এবং ৮ জিবি র্যাম ২৫৬ জিবি রম (6GB+128GB) and (8GB+256GB)।
প্রাইস:
ফোনটি ২টি ভার্সন রয়েছে (6GB+128GB) ১৮,৯৯৯ টাকা এবং (8GB+256GB) ২২,৯৯৯ টাকা।
স্টোরেজ:
6/8GB র্যাম 128/256 রম।
ডিসপ্লে:
ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 90Hz (Refresh Rate 180Hz TSR 6.72"FHD+ IPS LCD 680nits Brightness
ক্যমেরা:
ক্যমেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ক্যমেরা হিসেবে থাকছে প্রাইমারি ক্যমেরা 64 MP,(Wide), PDAF 2MP,(depth) সেকেন্ডারি ক্যমেরা 8MP, (Wide)
ব্যাটারি:
ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে Non-removabla Li-Pro
5000 mAh ও 33W দ্রুত চার্জিং (29 মিনিটে 0-50%)।
চিপসেট:
ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়া টেক হেলিও জি৮৮ (Media Tek helio G88)।
