Redmi Note 12 4G এর বাংলাদেশে দাম কত? Redmi Note 12 4G রিভিউ। What is the price of Redmi Note 12 4G in Bangladesh

Redmi Note 12 4G এর বাংলাদেশে দাম কত?- আজকে আমি আপনাদের সাথে আজ‌ Redmi ব্র্যান্ডের মোবাইল নিয়ে কথা বলবো । বর্তমানে Redmi এর প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে। আমি এখন শেয়ার করব Redmi ব্র্যান্ড এর নতুন ফোনের একটি মডেল নিয়ে। এই মডেলটি হলো Redmi Note 12 4G । Redmi Note 12 4G এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।


Redmi Note 12 4G
Redmi Note 12 4G

ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি। ৬ এপ্রিল থেকে এই ফোনটি বাংলাদেশে বিক্রি শুরু হবে। ফোনটি  তিনটি রঙে লঞ্চ হবে যেমন লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড। ফোনটি ভারতেও এই তিন রঙে লঞ্চ হয়েছে। আর ফোনটিতে থাকছে ৩টি ক্যমেরা। ফোনটির ওজন হচ্ছে মাত্র ১৮৩ গ্ৰাম।  ফোনটির সফপ্টার হিসেবে থাকছে Android 13।


প্রাইস:

ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি। ৬ এপ্রিল থেকে ফোনটি বাংলাদেশে বিক্রি শুরু হলে ১৮,০০০  থেকে ২০,০০০ টাকার কাছাকাছি হতে পারে।


স্টোরেজ:

Redmi Note 12 4G ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।


ডিসপ্লে:

আমলড ডিসপ্লে (Amoled Display)। 

স্মুথ ১২০০এইজ জেড (Smooth 1200Hz)। 

৬.৬৭" ইঞ্চ (১৮০০×২৪০০) ( 6.67" Inch(1800×2400))। ব্রাইটনেস ১২০০ নিৎস (Brightness 1200 nits)।  কর্নিং গরিলা গ্লাস ৩ (Corning Gorilla Glass 3)।


ক্যমেরা:

তার মেইন ক্যমেরা হিসেবে থাকছে ৫০এমপি, এফ/১.৮, (ঈদে)(50MP, F/1.8,(WIDE)) এবং সেকেন্ডে থাকছে ৮এমপি,এফ/২.২, (উল্ট্রইদে)(8MP, F/2.2, (ULTRAWIDE) এবং সব শেষে থাকছে‌ ২এমপি, এফ/২.৪, (ম্যাক্রো) (2MP, F/2.4, (MACRO)) 


ব্যাটারি: 

Redmi Note 12 4G মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh ও

33W দ্রুত চার্জিং (৩৫ মিনিটে 0-50%। 

(৭০ মিনিটে 100%।


প্রসেসর:

মোবাইলটিতে প্রসেসর অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর থাকতে পারে।


চিপসেট:

চিপসেট রয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ ৪ গেন ১ (Qualcomm Snapdragon 4 Gen 1)।


Redmi Note 12 4G এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url