Samsung Galaxy A14 5G এর বাংলাদেশে দাম কত? Samsung Galaxy A14 5G রিভিউ। What is the price of Samsung Galaxy A14 5G in Bangladesh?

 

Samsung Galaxy A14 5G এর বাংলাদেশে দাম কত?- আজকে আমি আপনাদের সাথে Samsung  ব্র্যান্ডের মোবাইল নিয়ে কথা বলবো । বর্তমানে Samsung বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমি এখন শেয়ার করব Samsung ব্র্যান্ড এর নতুন একটি মডেল নিয়ে। এই মডেলটি হলো Samsung Galaxy A14 5G। Samsung Galaxy A14 5G এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।


Samsung Galaxy A14 5G 

ফোনটিতে থাকেছে ৩টি ক্যমেরা। ফোনটিতে ২টি নেনো সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি ১টি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফোনটিতে থাকছে 50 Megapixel এর ক্যমেরা।

ফোনটি মার্কেটে ৩টি কালারের পেয়ে যাবেন।


আন্য পোস্ট দেখুন: Tecno Spark 10 Pro এর বাংলাদেশে দাম কত?


ফোনটিতে 2G,3G,4G,5G নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফোনটির USB হিসেবে থাকছে Type-C। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে থাকছে 1080×2400 পিক্সেল (Pixel) এর একটি ডিসপ্লে। ফোনটির সফপ্টার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৩(Android 13)।   

ফোনটির ব্যাটরি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটরি। ফোনটির ৩টি ভার্সন রয়েছে।


আন্য পোস্ট দেখুন: Realme C55 এর বাংলাদেশে দাম কত?


প্রাইস:

ফোনটি ৩টি ভার্সন রয়েছে 25,000 টাকা হতে পারে।


স্টোরেজ:

ফোনটির ৩টি ভার্সন রয়েছে 

4GB/64GB, 4GB/128GB & 6GB/128GB


ডিসপ্লে:

ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 1080×2400 Pixels 90Hz refresh rate 399 ppi density এর ডিসপ্লে।


ক্যমেরা:

ক্যমেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ক্যমেরা হিসেবে থাকছে 50 MP, f/1.8, (wide), PDAF, 2 MP, f/2.4, (macro) ,2 MP, f/2.4, (depth)


ব্যাটারি: 

ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে Li-Pro (Lithium Polymer) 5000 mAh ও 15W দ্রুত চার্জিং।


প্রসেসর:

ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে Octa-core 2.4 GHz Cortex


চিপসেট:

ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1330 (5nm) চিপসেট।


আন্য পোস্ট দেখুন: Redmi Note 12 4G এর বাংলাদেশে দাম কত?

Previous Post
No Comment
Add Comment
comment url