গুগল এডসেন্স একাউন্ট কি? এডসেন্স একাউন্ট কি ভাবে টাকা আয় করে।Google adsense
গুগল এডসেন্স একাউন্ট কি?
AdSense হল Google এর একটি প্রোগ্রাম যা দিয়ে নিজের YouTube চ্যানেল বা ওয়েবসাইট এ বিজ্ঞাপন চালিয়ে টাকা উপার্জন করা সম্ভব।
![]() |
| Google adsense |
কিভাবে গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন?
গুগল এডসেন্সের জন্য কিভাবে আবেদন করবো? প্রথমেই আপনাকে Google AdSense এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি ঠিকঠাকভাবে ফিলাপ করে সাইন-আপ করতে হবে। আর ইউটিউব চ্যানেলের জন্য আপনার চ্যানেলের ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে “Channel Features” পেজে গিয়ে Monetization এর জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে ব্লগার ওয়েব সাইটের মাধ্যমে গুগল এডসেন্স দিয়ে টাকা আয় করবেন?
প্রথমে আপনাকে এডসেন্সের এপ্রুভ পেতে হবে।
Adsense এপ্রুভ কি ভাবে পায়? আপনাকে Adsense এপ্রুভ পাওয়ার জন্য Adsense এ নির্দিষ্ট ফর্মটি ঠিকঠাকভাবে ফিলাপ করতে হবে। আপনার ওয়েব সাইট যদি ঠিকঠাক থাকে তাহলে গুগল এডসেন্স আপনাকে ই-মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনি এপ্রুভ পেয়েছেন।
Adsense এপ্রুভ পাওয়ার জন্য ওয়েব সাইটে কি কি ঠিকঠাক থাকলে হবে?
ওয়েব সাইটের আর্টিকেল গুলো 1500-2000 শব্দের মধ্যে হতে হবে। অনেকেই আর্টিকেল লিখে 300-400 শব্দের। ছোট আর্টিকেল গুগল কখনোই পছন্দ করে না। তাই আর্টিকেল কমপক্ষে 1500-2000 শব্দের মধ্যে লিখতে হবে ৷ তবেই আপনি সহজে Google Adsense এপ্রুভাল পাবেন। আর, যদি দিয়েও থাকেন তাহলে এডসেন্স সেই ব্লগ কোনোদিন এপ্রুভ করবেনা। তাই, নিজের ব্লগে, এডসেন্সের জন্য এপলাই করার আগেই কমেও ২০ টি ভালো ভালো আর্টিকেল লিখবেন। তাছাড়া, ব্লগে থাকা প্রত্যেক ক্যাটেগরিতে ২ তো করে আর্টিকেল থাকতে হবে। মনে রাখবেন, কোনো রকমের কপি করা কনটেন্ট ব্লগে থাকলে, adsense কিন্তু আপনার ব্লগ এপ্রুভ করবেনা। আপনার ওয়েব সাইটে ভাল পরিমাণ ভিজিটর থাকতে হবে না হলে আপনি Adsense এপ্রুভ পাবেন না।
Adsense এপ্রুভ করতে কত সময় লাগে?
এটি সাধারণত কয়েক দিন সময় নেয়, তবে কিছু ক্ষেত্রে এটি 2-4 সপ্তাহ সময় নিতে পারে । তারপরে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন সেট আপ করতে পারেন এবং অর্থ উপার্জন শুরু করতে পারেন।
গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা সম্ভব?
প্রতি 1000 ভিউ এর জন্য AdSense কত টাকা দেয়? মোটামুটি $0.2 – $2.5 প্রতি 1,000 ভিউ ।
গুগল এডসেন্স কিভাবে পেমেন্ট করে?
AdSense পেমেন্ট চক্র মাসিক । যতক্ষণ না আপনি অর্থপ্রদানের পদক্ষেপগুলি সম্পূর্ণ করেছেন, মাসের 21 এবং 26 তারিখের মধ্যে একটি অর্থ প্রদান করবে। এই সময়ের মধ্যে, আপনি আপনার "লেনদেন" পৃষ্ঠায় একটি লাইন আইটেম দেখতে পাবেন যা নির্দেশ করে যে আপনার অর্থপ্রদান চলছে।


